Bengali | NDTV | Wednesday July 31, 2019
মঙ্গলবার রাজ্যসভায় পাশ হয়ে গেল নরেন্দ্র মোদি সরকার প্রস্তাবিত বিতর্কিত তাৎক্ষণিক তিন তালাক বিল। বহু সাংসদের অনুপস্থিতি, নিস্পৃহতা ওয়ার্ক আউটের মধ্যে দিয়েই সেটি পাশ হল। তাঁদের অন্যতম ছিল মেহবুবা মুফতির পিপলস ডেমোক্র্যাটিক পার্টি। তাঁর দলের দুই সাংসদ বিল সম্পর্কে বিরত থাকলেন। কেননা তাঁদের দলের নেতারা জানিয়ে দিয়েছিলেন তাঁরা কোনওভাবেই বিজেপির পাশে থাকবেন না। উচ্চ কক্ষে বহু অনুপস্থিতির সুযোগে সংখ্যাগুরুর সংখ্যা কমে যায়। ফলে পক্ষে ৯৯টি ও বিপক্ষে ৮৪টি ভোট পড়ায় পাশ হয়ে গেল বিল। প্রথম বারের মোদি সরকার রাজ্যসভায় এই বিলটি পাশ করতে পারেনি। অবশেষে তারা সাফল্য পেল।
মেহবুবা মুফতি এর আগেই তিন তালাক বিলের বিরোধিতা করেছিলেন। তাঁর দাবি ছিল বিজেপি ‘‘আমাদের ঘরে ঢুকে পড়ছে’’।
মঙ্গলবার তিনি টুইট করেন, ‘‘বুঝতে পারছি না তিন তালাক বিল পাশ করানোর প্রয়োজনীয়তা কী, বিশেষ করে যখন সুপ্রিম কোর্টই আগেই এটাকে বেআইনি ঘোষণা করেছে। মুসলিমদের শাস্তি দিতে অন্যায্য হস্তক্ষেপ। অর্থনীতির বর্তমান অবস্থা সম্পর্কে জানানো, সেটাই কি অগ্রাধিকার পাওয়া উচিত নয়?’’
www.ndtv.com/bengali